সাবেক ক্যাটালান নেতা স্বেচ্ছা-নির্বাসন থেকে স্পেনে ফিরেছেন

Your browser doesn’t support HTML5

৮ আগস্ট, বৃহস্পতিবার সাবেক ক্যাটালান নেতা কার্লস পুইজডিমন্ট দেশে ফিরেছেন। প্রায় সাত বছর আগে স্পেনের এই সমৃদ্ধশালী অঞ্চলে স্বাধীনতার জন্য গণভোট সংগঠিত করার পর তিনি স্পেন ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। উল্লেখ্য, এই গণভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। তার বিরুদ্ধে এখনও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

পুইজডিমন্ট বেলজিয়াম থেকে ফিরে বার্সেলোনায় উপস্থিত হন এবং সমর্থকদের বিশাল জমায়েতের সামনে ভাষণ দিয়েছেন।

২০১৭ সালে স্পেনের বাকি অংশ থেকে ক্যাটালনিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় তার ভূমিকার জন্য তার বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ তোলা হয়। (এপি)