সজীব ওয়াজেদঃ জঙ্গিবাদ বাদ দিলে আওয়ামী লীগ 'সবার সাথে আলোচনা করতে প্রস্তুত'

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্যৈষ্ঠ পুত্র সজীব ওয়াজেদ জয়-এর ভিডিও থেকে নেয়া স্ক্রিন শট, ৭ অগাস্ট, ২০২৪।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্যৈষ্ঠ পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের বর্তমান ক্ষমতাসীনরা যদি জঙ্গিবাদ এবং সহিংসতা বাদ দেয়, তাহলে আওয়ামী লীগ তাদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত।

“আমরাও একটি গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও নিরাপদ দেশ চাই। জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। শুধু তারা যদি জঙ্গিবাদ, ভায়োলেন্স বাদ দেয়,” বুধবার প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বলেন।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর সজীব ওয়াজেদ পশ্চিমা গণমাধ্যমকে বলেছিলেন, তাঁর মা বা পরিবার বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হবে না। কিন্তু বুধবারের ভিডিও বার্তায় তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের “সাহস নিয়ে দাঁড়ানোর” আহ্বান জানিয়ে বলেন তাঁর পরিবার তাদের সাথেই আছে।

“আপনারা সবাই সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশকে, আমাদের নেতা-কর্মীদের এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত,” তিনি বলেন।

ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আগুনে পুড়ে যাওয়ার পর সেখানে সেনা পাহারা। ফটোঃ ৬ অগাস্ট, ২০২৪।

আওয়ামী লীগের ওপর হামলা

ভিডিও বার্তার শুরুতে সজীব ওয়াজেদ গণঅভ্যুত্থানের পরের দিনগুলির এক ভয়াবহ চিত্র তুলে ধরেন। “এখন দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চলছে, হত্যা করা হচ্ছে,” তিনি বলেন।

বাংলাদেশের গণমাধ্যমে ৫ অগাস্ট থেকে আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং সাধারণ নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের খবর প্রকাশ হয়েছে।

আওয়ামী লীগকে লক্ষ্য করে এই সহিংসতার দিকে ইঙ্গিত করে সজীব ওয়াজেদ বলেন, “আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে, আমাদের নেতা-কর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।

গণতন্ত্র আর নির্বাচন

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না।

“আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরোনো এবং বড় গণতান্ত্রিক দল। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়,” তিনি বলেন। “শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি।”

বাংলাদেশে বৃহস্পতিবার (৮ অগাস্ট) সন্ধ্যায় শান্তিতে নোবেল পুরস্কার-প্রাপ্ত অর্থনীতিবিদ ডঃ মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার কথা। তাদের নানাবিধ দায়িত্বের একটি থাকবে দ্রুত নির্বাচনের আয়োজন করা। সজীব ওয়াজেদ নির্বাচন এবং গণতন্ত্রর প্রসঙ্গ নিয়ে আসেন তাঁর বক্তব্যে।

“বাংলাদেশে যদি গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়,” তিনি বলেন। “বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না।”