এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে একটি রিমোট ক্যামেরায় পার্ক ফায়ার নামে পরিচিত আগুন থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। কয়েকদিন সুপ্ত থাকার পর সোমবার আবার আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ১২ ঘণ্টায় ৫৩ বর্গকিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ মঙ্গলবার ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তাকে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সাথে দেখা যায়। তারা দেশব্যাপী ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে সপ্তাহব্যাপী সফর শুরু করেন এবং পেনসিলভেনিয়ায় দুজনেই একসংগে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার প্রথমবারের মত ২০০১ সালে যুক্তরাষ্ট্রে আল-কায়েদার হামলায় জড়িত অভিযুক্ত ব্যক্তিদের জন্য একটি আবেদন বাতিল করার সিদ্ধান্তের বিষয়ে মত প্রকাশ করেছেন। তিনি বলেন ১১ সেপ্টেম্বরের ঘটনায় আমেরিকার ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এত ব্যাপক যে তা সামরিক কমিশনের বিচার অব্যাহত রাখার দাবি রাখে।