ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলেন ড. মুহাম্মদ ইউনূস

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে যাওয়া নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বুধবার (৭ আগস্ট) ফ্রান্স থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

তিনি বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকায় পৌঁছাবেন।

দুপুর ২টা ১০ মিনিটে তাঁর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ।

তিনি বলেন, “দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে আগামীকাল (বৃহস্পতিবার) ২টা ১০ মিনিটে তিনি (ড. ইউনূস) ঢাকায় পৌঁছাবেন।”

এর আগে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৬ অগাস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এক দীর্ঘ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবে সম্মতি দেন।

লাইভ ব্লগ: https://www.voabangla.com/a/7724082.html