“শান্তি ও ভালবাসা” দিয়ে দেশ গড়ার আহ্বান জানালেন খালেদা জিয়া

Your browser doesn’t support HTML5

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান খালেদা জিয়া বুধবার (৭ আগস্ট) ভিডিও কলের মাধ্যমে পল্টনে দলের সমাবেশে দেয়া ভাষণে প্রতিশোধের পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন।

তিনি ২০১৮ সালের পর তাঁর প্রথম রাজনৈতিক ভাষণে “শান্তি ও ভালবাসা” দিয়ে দেশ গড়ার আহ্বান জানান।

“শান্তি, প্রগতি, সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি,” ভিডিও বার্তায় জিয়া বলেন।

খালেদা জিয়া ২০১৮ সালে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ২০২০ সালের মার্চ মাসে মানবিক কারণে তাঁকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়।

গত সোমবার (৫ অগাস্ট) ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর রাষ্ট্রপতি মোহাম্মাদ শাহাবুদ্দিন খালেদা জিয়ার সাজা বাতিল করেন।

জিয়া তাঁর ভাষণে সাম্প্রতিক আন্দোলনে নিহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানান।

'"দীর্ঘ আন্দোলন–সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যাঁরা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন,” তিনি বলেন।

লাইভ ব্লগ: https://www.voabangla.com/a/7724082.html