ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমান্ডো গঞ্জালেস ও এর নেতা মারিয়া করিনা মাচাদোর বিরুদ্ধে ফৌজদারি তদন্তের ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ কৌঁসুলি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন ত্যাগ করতে এবং বিক্ষোভকারীদের দমন বন্ধ করতে সশস্ত্র বাহিনীর প্রতি তাদের আহ্বান জানানোর কারণে কৌঁসুলি একথা বলেন।
অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাবের বিবৃতি অনুযায়ী তদন্তটি দুই বিরোধী সদস্যের একটি লিখিত আবেদন সংক্রান্ত, যাতে মাদুরো এবং ২৮ জুলাইয়ের নির্বাচনে ভোট রক্ষা করতে এগিয়ে আসা বিক্ষোভকারীদের সাথে সম্পর্কিত।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করা এক লিখিত ঘোষণায় সাব বলেন, এই দুজন অসাধুভাবে প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয় নির্বাচনী পরিষদ ঘোষিত বিজয়ী ছাড়া অন্য একজনকে বিজয়ী ঘোষণা করেছেন, এবং তারা প্রকাশ্যে ‘পুলিশ ও সামরিক কর্মকর্তাদের’ আইন অমান্য করতে উস্কানি দিয়েছেন।
সাব বলেন, গনজালেজ ও মাচাদোর লিখিত আবেদনে ভয়ভীতি ও ষড়যন্ত্র সৃষ্টির জন্য মিথ্যা তথ্য প্রচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে।
সশস্ত্র বাহিনী ঐতিহ্যগতভাবে ভেনেজুয়েলার রাজনৈতিক বিরোধের মধ্যস্থতাকারী। কিন্তু নির্বাচনে স্বঘোষিত এই সমাজতন্ত্রীকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে বলে বিরোধীদের উপস্থাপিত বিশ্বাসযোগ্য প্রমাণের মুখেও তারা মাদুরোকে সরিয়ে দেয়ার কোনো লক্ষণ দেখায়নি।
গঞ্জালেস ও মাচাদো নিরাপত্তা বাহিনী পদমর্যাদার সদস্যদের মাদুরোর প্রতি তাদের আনুগত্য পুনর্বিবেচনার আহ্বান জানান।
কর্তৃপক্ষ গত রবিবারের নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও তিনি যে জয়ী হয়েছেন তা প্রমাণ করার জন্য এখনো ভোটের হিসাব উপস্থাপন করতে পারেনি। বিরোধীদের দাবি, দেশব্যাপী ৩০ হাজার ভোটকেন্দ্রের ৮০ শতাংশের বেশি বুথ থেকে তারা জয়ী হয়েছে বলে রেকর্ড সংগ্রহ করা হয়েছে।
শনিবার মাদুরো ঘোষণা করেন, সরকার দুই হাজার বিরোধীকে গ্রেপ্তার করেছে এবং কারাকাসে এক সমাবেশে তিনি আরও মানুষকে আটক করে কারাগারে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।