অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র

Your browser doesn’t support HTML5

ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার এক দিন পর রাজধানী ঢাকায় একটি ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়। মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪।

গত কয়েক সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল।

ফুটেজে দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের দেয়ালগুলো মারাত্মকভাবে পুড়ে গেছে এবং প্রচুর ভিডিও টেপ ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে। সেইসঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিগুলি দেখা যাচ্ছে না।

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ওয়েবসাইট অনুসারে, ঢাকার ধানমন্ডি এলাকায় সাংস্কৃতিক কেন্দ্রটি প্রতিবেশী দেশগুলির মধ্যে 'দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সংযোগের প্রচারের উদ্দেশ্যে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।

লাইভ ব্লগ: https://www.voabangla.com/a/7724082.html