এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ডেবির আঘাতে সোমবার প্রচণ্ড বৃষ্টিপাত এবং প্রবলবেগে বাতাস বয়ে যায়। এই ঝড়ে ফ্লোরিডায় কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছে এবং বন্যায় প্লাবিত বাড়িঘর থেকে শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক দলের পক্ষে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পেলেন। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন অনলাইনে পাঁচ দিন ডেলিগেটদের ভোট গ্রহণ সোমবার রাতে শেষ হওয়ার পরে তিনি হলেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি একটি প্রধান দলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার দ্বিপাক্ষিক আলোচনার জন্য অস্ট্রেলিয়ান প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসকে পেন্টাগনে স্বাগত জানালেন। তারা অকাস ভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা চুক্তিসহ বিভিন্ন সুরক্ষা বিষয় নিয়ে আলোচনা করেছেন।