বাংলাদেশে চলমান আন্দোলনে, শিক্ষার্থী ও নাগরিক হত্যা, গ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের' ব্যানারে হাজার হাজার মানুষ শুক্রবার (২ আগস্ট) রাস্তায় নেমে আসেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত প্রার্থনা ও গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ঢাকায় বিক্ষোভ মিছিল বের করেন। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা।
গণহত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার আহবানে সাড়া দিয়ে শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষের ঢল নামে।
বরিশাল, খুলনা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেছেন আন্দোলনকারীরা।