আরো ৩ দিনের রিমান্ডে ব্যারিস্টার আন্দালিব পার্থ

জাতীয় পার্টির (জাপা) নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আরো তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত।

বাংলাদেশের রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত সেতু ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায়, জাতীয় পার্টির (জাপা) নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আরো তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত। একই মামলায় মীর মোহাম্মদ নাজমুছ ছাকিব ও তাওহীদ ইবনুর বদর সাফওয়ান নামে অপর দুই ব্যক্তির জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, পাঁচ দিনের রিমান্ড শেষে পার্থকে আদালতে হাজির করা হয় এবং আবার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক আবু সাইদ মিয়া। নাজমুছ ছাকিব ও তাওহীদ ইবনুরকেও ১০ দিনের রিমান্ডে চান তিনি।

শুনানি শেষে আদালত পার্থকে তিন দিন এবং নাজমুছ ছাকিব ও তাওহীদ ইবনুরকে চার দিন করে রিমান্ডে নিতে আদেশ দেন।সংশ্লিষ্ট আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনায় ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। হামলায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।