প্যারিস অলিম্পিকঃ সেইন নদীর পানির মান নিয়ে উদ্বেগ, পুরুষদের ট্রায়াথলন স্থগিত

সেইন নদীতে দূষণের মাত্রা বেশি থাকায় পুরুষদের ট্রায়াথলন প্রতিযোগিতা ২০২৪ সালের ৩০ জুলাই স্থগিত করা হয়েছে।

প্যারিসের সেইন নদীর পানির গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে মঙ্গলবার পুরুষদের অলিম্পিক ট্রায়াথলন পরিকল্পনা স্থগিত করা হয়েছে। সেইন নদীতে অলিম্পিকের সাঁতারের অংশ হওয়ার কথা ছিল।

আয়োজকরা জানান, তারা বুধবার পুরুষদের ট্রায়াথলন আয়োজনের চেষ্টা করবেন। বুধবার নারীদের প্রতিযোগিতাও নির্ধারিত আছে, তবে উভয়ই নদীর পানির পরীক্ষা সাপেক্ষে অনুষ্ঠিত হবে। শুক্রবারও ব্যাকআপ তারিখ হিসেবে পরিকল্পনা করা হয়েছে।

তবে ফরাসি আবহাওয়া পরিষেবা মেটিও-ফ্রান্স মঙ্গলবার রাতে ঝড়, বুধবার বিকেলে হাল্কা বৃষ্টি এবং বৃহস্পতিবার ঝড়ের পূর্বাভাস দিয়েছিল, যা ইভেন্টগুলোর পূর্বনির্ধারণকে জটিল করে তুলতে পারে।

ভারী বৃষ্টিপাতের ফলে সাধারণত সেইন অঞ্চলে ই-কোলাই এবং অন্যান্য ব্যাক্টেরিয়ার মাত্রা বৃদ্ধি পায়। শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সময় প্যারিসে বৃষ্টিপাত হয়েছে, শনিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল।

মঙ্গলবার সকালে ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড ট্রায়াথলন, এর মেডিকেল টিম এবং শহরের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠকের পরে পুরুষদের ট্রায়াথলন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়

পুরুষদের ইভেন্ট এখন সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে। উত্তাপও এতে একটি ফ্যাক্টর হয়ে উঠতে পারে। বুধবারের উচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ফারেনহাইট) হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। ইভেন্টটি দিনের উষ্ণতম অংশে শেষ হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মেয়েদের দৌড় শুরু হবে বুধবার সকাল ৮টায়।

আয়োজক এবং নগর কর্মকর্তারা আত্মবিশ্বাসী যে, আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সাথে সাথে ব্যাকটেরিয়ার মাত্রা হ্রাস পাবে এবং পরবর্তী দিনগুলো উষ্ণ হবে, তবে অ্যাথলিটদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এটি স্পষ্টতই যথেষ্ট নয়।

নর্দমার পানির দূষণের কারণে পানিতে উচ্চ মাত্রায় ই-কোলাই দূষণ দেখা দিতে পারে। এটির বেশিরভাগ স্ট্রেন নিরীহ এবং কিছু সুস্থ মানুষ ও প্রাণীর অন্ত্রে বাস করে। তবে অন্যগুলো বিপজ্জনক হতে পারে। এমনকি দূষিত পানি পান করলে ডায়রিয়া হতে পারে এবং মূত্রনালীতে বা অন্ত্রের সংক্রমণের মতো অসুখ হতে পারে।