কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতদের খোঁজখবর নিতে সোহরাওয়ার্দী হাসপাতালে শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতায় আহতদের খোঁজখবর নিতে, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছান। এরপর আহতদের সম্পর্কে খোঁজখবর নেন তিনি। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক সোমবার (২৯ জুলাই) বলেছেন, জাতিসংঘ মহাসচিব সাম্প্রতিক ছাত্র আন্দোলন ঘিরে হাজার হাজার যুবক এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেফতারের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। ডুজারিক বলেন, অ্যান্তনি গুতেরেস নতুন করে ছাত্র বিক্ষোভের খবর পেয়েছেন এবং শান্তি ও সংযমের জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন।

“মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ এবং নিরাপত্তা বাহিনীর মাত্রারিক্ত শক্তি প্রয়োগের খবরে তিনি শঙ্কিত,” ডুজারিক বলেন। “তিনি সকল সহিংস ঘটনার দ্রুত, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার ডাক পুনরায় ব্যক্ত করেছেন।”

বাংলাদেশে 'দেখামাত্র গুলি' নীতি ও 'বেআইনি হত্যাকাণ্ডে' উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে সাম্প্রতিক দিনগুলোতে কর্তৃপক্ষের পক্ষ থেকে 'দেখামাত্র গুলি' (শুট অন সাইট) নীতি এবং 'বেআইনি হত্যা’র নির্দেশনার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (৩০ জুলাই) এক বিবৃতিতে ইইউ হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, “বিক্ষোভকারী এবং সাংবাদিক ও শিশুসহ অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মাত্রাতিরিক্ত ও প্রাণঘাতী শক্তি ব্যবহারের অসংখ্য ঘটনার জন্য অবশ্যই সম্পূর্ণ জবাবদিহি করতে হবে।”