বাংলাদেশে কোটা আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট সহিংসতায়, সোমবার (২৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় আরো ১৪টি মামলা দায়ের হয়েছে। আর, এ পর্যন্ত ২ হাজার ৮২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি-মিডিয়া) জাহাঙ্গীর কবির এ কথা জানান। তিনি বলেন, এ নিয়ে ডিএমপির বিভিন্ন থানায় মোট ২৪৩টি মামলা রেকর্ড হলো।
এ সময়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির। বলেন, সাম্প্রতিক সহিংসতায় ঢাকায় এ পর্যন্ত মোট ২ হাজার ৮২২ জনকে গ্রেফতার করা হয়েছে।