কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার সারাদেশে শোক পালন

সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ জুলাই, ২০২৪।

সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ জুলাই, ২০২৪।

গত সপ্তাহে কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) সারাদেশে শোক পালন করা হবে।সোমবার (২৯ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি শোক প্রস্তাব গৃহীত হয়েছে।বৈঠকের সিদ্ধান্ত মতে, মঙ্গলবার নিহতদের স্মরণে প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন এবং মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হবে; জানান মন্ত্রিপরিষদ সচিব।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ১৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে, রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আসাদুজ্জামান বলেন, নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।

প্রথম আলো তাদের অনলাইন সংস্করণে (২৯ জুলাই) বলছে তাদের হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ২১১।

এএফপি বার্তা সংস্থা ২৮ জুলাইয়ের প্রতিবেদনে বলছে, সাম্প্রতিক সহিংসতায় নিহতের সংখ্যা অন্তত ২০৫ জন।

রয়টার্স বার্তা সংস্থা তাদের ২৬ তারিখের প্রতিবেদনে বলেছে মৃতের সংখ্যা অন্তত ১৫০।