ইউক্রেনের খেরসন অঞ্চল লক্ষ্য করে ছোঁড়া রুশ ড্রোনে অ্যাম্বুলেন্স আঘাতপ্রাপ্ত

ইউক্রেনের খেরসনে একটি রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর বিস্ফোরিত হয়। ( ২৬ জুলাই, ২০২৪) .

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে এক ডজনেরও বেশি বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় রুশ ড্রোন একটি অ্যাম্বুলেন্সে আঘাত হানলে এর চালক আহত হন।

রুশ বাহিনী ইউক্রেনের আরও চারটি অঞ্চলে কমপক্ষে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১১টি ড্রোন নিক্ষেপ করেছে। সব ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী।

অপরদিকে, রাশিয়ার সীমান্ত অঞ্চলের লক্ষ্যবস্তুগুলিতে শনিবার ভোরে প্রায় ২০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর মধ্যে ১৪ টি ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া ।

রুশ কর্মকর্তারা কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হেলিকপ্টার ড্রোন থেকে তাদের ওপর বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করার অভিযোগ করেছেন। এতে তাদের অন্তত দু'জন আহত হয়েছেন বলে জানানো হয়।

প্রায় ১১০০ কিলোমিটার সীমান্ত রেখা বরাবর ইউক্রেন রুশ সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ করার সময়ে পরস্পরের মধ্যে এই ড্রোন ও বিমান হামলা বিনিময়ের ঘটনা ঘটল।

দোনেৎস্ক অঞ্চলের পূর্বদিকের পোকরোভস্ক শহরের পরিস্থিতি সংকটজনক বলে জানিয়েছে ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ কর্নেল জেনারেল ওলেকজান্ডার সিরস্কি দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধক্ষেত্রের অবস্থা “ খুবই কঠিন। রাশিয়ার আগ্রাসী বাহিনী বিভিন্ন দিক থেকে আক্রমণ চালাচ্ছে।”

খেরসন অঞ্চলের ১৭টি বসতিতে রুশ হামলায় ৮ জন আহত হবার কথা জানিয়েছেন অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার প্রোকুদিন ।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ২৮ তম মাসে পা দিয়েছে। উভয় পক্ষের হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ইউক্রেন মৃতের কোন পরিসংখ্যান না দিলেও দেশটির প্রেসিডেন্ট গত ফেব্রুয়ারিতে কমপক্ষে ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্যের নিহত হবার কথা বলেছিলেন। মনে করা হচ্ছে এই সংখ্যাটি কমিয়েই বলা হয়েছে।

এদিকে পশ্চিমা কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, রাশিয়ার নিহত ও আহতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে বলে অনুমান করছে। বিবিসির রাশিয়ান সার্ভিস এবং মিডিয়াজোনার সর্বসাম্প্রতিক পরিসংখ্যানে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার কমপক্ষে ৬১,০০০ সেনা নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত ২০২২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ সরকারি পরিসংখ্যানে মৃতের সংখ্যা ৫ হাজার ৯৩৭ জন বলা হয়েছে।