প্রেসিডেন্ট জো বাইডেনের ওভাল অফিস ভাষণের পূর্ণাঙ্গ বিবরণ

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ওভাল অফিস থেকে দেয়া এক ভাষণে ২০২৪ সালের নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে সমর্থন করার ঐতিহাসিক সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন। প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর তাঁর প্রথম ভাষণে ৮১-বছর বয়স্ক বাইডেন জোর দিয়ে বলেছেন “গণতন্ত্র রক্ষা করা যে কোন উপাধির চেয়ে গুরুত্বপূর্ণ।”

আমেরিকান জনগণের জন্য এই ভাষণ ছিল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ সরাসরি বাইডেন থেকে শোনার প্রথম সুযোগ। ভাষণে বাইডেন তাঁর মেয়াদের অর্জনগুলোর বর্ণনা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং সামরিক শক্তি হিসেবে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।