এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেয়ার কয়েক দিন পর বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি দেশের অভ্যন্তরীণ ও রাজনৈতিক ক্ষেত্রে তার অর্জনের কথা তুলে ধরেন এবং আগামীতে চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন উদ্যমী নেতৃত্বের আহ্বান জানান।

ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সফরের নিন্দা জানাতে গাজা যুদ্ধ বিরোধী হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হলে পুলিশ তাদের উপরে পেপার স্প্রে করে এবং বিক্ষোভকারীদের আটক করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর বুধবার নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে ডনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে “পরাজিত করার নতুন শিকার” হিসেবে উল্লেখ করেছেন।