শেখ হাসিনার সামনে চ্যালেঞ্জ: একটি বিশ্লেষণ

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা নজিরবিহীন। এতে শতাধিক লোক নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই তরুণ ও কিশোর, অনেকেই শিক্ষার্থী। যদিও সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সম্পর্কে এক নির্দেশনা দিয়েছে যেখানে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটার অনুপাতে ব্যাপক সংস্কার আনার কথা বলা হয়েছে। সরকার এরই মধ্যে তার প্রতিফলনে প্রজ্ঞাপন জারি করেছে। এই কোটা আন্দোলন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কতটা চ্যালেঞ্জ- এ নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসার আলী রীয়াজ। আর ওয়াশিংটন থেকে তাঁর সাক্ষাতকারটি নেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ।