এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার জন্য যথেষ্ট সমর্থন পেয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান এবং হ্যারিসকে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে সমর্থন দেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেনের সাথে নেতানিয়াহুর বৈঠক করার কথা রয়েছে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা ঠমাস-গ্রিনফিল্ড সোমবার ক্যারিবীয় অঞ্চল সফরকালে হাইতিকে অতিরিক্ত ৬০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।