কোটা আন্দোলন: গত দুদিনে গ্রেফতার ১০১৭ জন

Your browser doesn’t support HTML5

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে সহিংসতা, অগ্নি সংযোগ ও নাশকতার দায়ে গত দুদিনে ১০১৭ জনকে গ্রেফতার করা হয়েছে ও ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি এবং জামায়াতে ইসলামীর বহু নেতা-কর্মী রয়েছে বলে জানা গেছে।

এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেফতার হয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক বিবৃতিতে কোটা বিরোধী আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের কোন ধরনের সংশ্লিষ্টটা না থাকলেও তাদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, "কোটা বিরোধী আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের কোন ধরনের সংশ্লিষ্টটা না থাকলেও নেতা-কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অনেক নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। (অনেকের) বাসায় পুলিশী অভিযান চালানো হচ্ছে।"

মির্জা ফখরুল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেছেন।

লাইভ ব্লগ: https://www.voabangla.com/a/7703226.html