কোটা আন্দোলন: বিমান যাত্রীদের দুর্ভোগ

Your browser doesn’t support HTML5

কোটা আন্দোলনকে ঘিরে সংঘর্ষের পর কারফিউ জারি এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে বিমান যাত্রীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্থান টার্মিনালে ফ্লাইট ছাড়ার কয়েকদিন আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা গেছে।

বাংলাদেশ সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান সোমবার বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি “নিয়ন্ত্রণের ভেতরে” নিয়ে আসা হয়েছে।

গত কয়েকদিনে ব্যাপক সহিংসতায় ১০০’র বেশি মানুষ মারা যাবার পর বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য শুক্রবার রাত থেকে দেশব্যাপী সেনা বাহিনী মোতায়েন করা হয়। দেশের বিভিন্ন শহরে এবং জেলায় সান্ধ্যআইন কয়েক ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় বলবত করা হয়েছে এবং মঙ্গলবারেও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার ব্যাপক কোন বিক্ষোভ বা সহিংসতার খবর পাওয়া যায় নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৪৮ ঘণ্টার জন্য তাদের কর্মসূচী স্থগিত করেছে।

লাইভ ব্লগ: https://www.voabangla.com/a/7703226.html