গাজার মানবিক জোনের কিছু অংশ খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল

গাজা ভূখণ্ডের দ্বিতীয় বৃহত্তম শহরের পূর্বাংশ ত্যাগ করতে ইসরায়েলি সেনাবাহিনী নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি আকাশ ও স্থল অভিযানে বিধ্বস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা খান ইউনিসের বিভিন্ন এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন। ফটোঃ ২২ জুলাই, ২০২৪।

ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার গাজা ভূখণ্ডের একাংশকে খালি করার নির্দেশ দিয়েছে। অথচ এই অংশকে মানবিক জোন বলে স্বীকৃতি দিয়েছে তেল আবিব।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, এই এলাকায় লুকিয়ে থাকা হামাস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করার পরিকল্পনা করছে তারা। তাদের আরও দাবি, ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করতে এই এলাকাকে বেছে নিয়েছে জঙ্গিরা। গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত মুওয়াসি মানবিক এলাকার পূর্বাংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত।

ইসরায়েলি আকাশ ও স্থল অভিযান চলাকালে নিরাপত্তার সন্ধানে বহু ফিলিস্তিনি বহুবার ছিন্নমূল হয়েছেন।

চলতি মাসের শুরুতে ইসরায়েল বলেছিল, তাদের অনুমান কমপক্ষে ১৮ লক্ষ ফিলিস্তিনি বর্তমানে মানবিক এলাকায় রয়েছেন। ভূমধ্যসাগর বরাবর প্রায় ১৪ কিলোমিটার (৮.৬ মাইল) ভূখণ্ডকে তারা মানবিক জোন হিসেবে ঘোষণা করেছিল। এই এলাকার অধিকাংশ জায়গা তাঁবুতে ছেয়ে গেছে। সেখানে শৌচালয় ও স্বাস্থ্য কেন্দ্রের অভাব রয়েছে এবং ত্রাণসামগ্রী পাওয়ার সুবিধা সীমিত—এমনটাই জানিয়েছে জাতিসংঘ ও একাধিক মানবিক গোষ্ঠী। পরিবারগুলি আবর্জনার পাহাড়ের মধ্যে বসবাস করছে এবং নর্দমার নোংরায় সংক্রমিত হয়েছে এখানকার জলাধারগুলি।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে স্পর্শকাতর আলোচনা চলাকালে এই ঘোষণা করা হল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে চুক্তির বিষয়টি আগের চেয়ে অনেক কাছে এগিয়ে এসেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে ও কংগ্রেসে ভাষণ দিতে ওয়াশিংটন সফরের প্রস্তুতি নিচ্ছেন।

নেতানিয়াহুর দফতর বলেছে, আলোচনা অব্যাহত রাখতে একটি সমঝোতাকারী দল বৃহস্পতিবার পাঠানো হবে। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের জন্য ইসরায়েল ও হামাসকে ক্রমাগত চাপ দিচ্ছে। এই চুক্তি সম্পন্ন হলে যুদ্ধ বন্ধ হবে এবং জিম্মিরা মুক্তি পাবে।

ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার বলেছে, গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে তারা অভিযান অব্যাহত রেখেছে। রবিবার, ইসরায়েলি বিমান হামলায় গাজায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতালের কর্মকর্তারা। অ্যাসোসিয়েটেড প্রেসের এক সাংবাদিক মৃতদেহগুলো গণনা করেছেন।

অবরুদ্ধ গাজার অভ্যন্তরে পোলিও ভাইরাসের সন্ধান মেলায় সেখানকার মানবিক পরিস্থিতি ইতোমধ্যে আরও খারাপ হয়েছে। ২৩ লক্ষ মানুষের (এদের অধিকাংশই বাস্তুচ্যুত) এই ভূখণ্ডে জল ও শৌচালয় ব্যবস্থা ও পরিষেবা বেহাল দশায় পৌঁছেছে। গাজায় নর্দমার নমুনায় ভাইরাসের চিহ্ন পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই রোগের কারণে সৃষ্ট উপসর্গের চিকিৎসা হয়নি কারও।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।