আমাদের একতাকে নষ্ট করা হচ্ছে: নাহিদ ইসলাম

Your browser doesn’t support HTML5

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সোমবার অভিযোগ করেছেন, "আমাদের একতাকে নষ্ট করা হচ্ছে।"

মিডিয়াকে তিনি আরও বলেন, "ইন্টারনেট না থাকার কারণে এবং নিরাপত্তা শঙ্কা থাকার কারণে, আমরা একসাথে বসতে পারছিনা... যোগাযোগ করতে পারছি না...সিদ্ধান্ত নিতে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে।"

সম্বর নাহিদ ইসলাম আরও জানিয়েছেন, গত বুধবার ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ৪৮ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে।

নাহিদ ইসলামকে রবিবার চোখ বাধা অবস্থায় রবিবার পাওয়া যায়।

তাঁর সাথে যোগাযোগ করা হলে ভয়েস অফ আমেরিকাকে তিনি রবিবার বলেন গত পরশু রাতে রাষ্ট্রীয় কোন এক বাহিনী তাঁকে তুলে নিয়ে যায়। তিনি দাবী করেন, "আমাকে নেওয়ার পরে আমার হাত ও পায়ে আঘাত করা হয়। সেখানে এখনও রক্ত জমাট (বেঁধে) আছে।" এখন তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান।