এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দলের প্রার্থীতার জন্য সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা, গভর্নর ও আর্থিক দাতারা। কামালা হ্যারিস জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন চাইবেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সোমবার বলেছেন যে এই সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরকালে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথেও দেখা করবেন বলে আশা করা হচ্ছে। বুধবার কংগ্রেসে তার ভাষণ দেয়ার কথা।

ত্রুটিপূর্ণ সফটওয়্যার আপডেটের কারণে বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিপর্যয় দেখা দেয়ার দুই দিন পরও ডেল্টা এয়ার লাইন্স তাদের কার্যক্রম পুনরায় শুরুর করতে হিমসিম খাচ্ছে। এরই মাঝে সাড়ে তিন হাজার ফ্লাইট স্থগিত করার পর রবিবার ডেল্টা আরও প্রায় এক হাজার ফ্লাইট বাতিল করেছে।