ভারতের গুজরাত প্রবল মৌসুমি বৃষ্টিতে জলমগ্ন

Your browser doesn’t support HTML5

একটানা বৃষ্টির ফলে ১৯ জুলাই, শুক্রবার, ভারতের পশ্চিমাঞ্চলে গুজরাত অঙ্গরাজ্যের এক বসতি এলাকায় জল জমে গেছে।

ছবিতে দেখা গেছে, এক ডজনের বেশি গাড়ি আংশিকভাবে জলে ডুবে রয়েছে এবং বাসিন্দারা বলেছেন, এই এলাকায় নজিরবিহীন পরিমাণ বর্ষণে তাদের বাড়িঘর তলিয়ে গেছে ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৪০ কোটি মানুষের দেশ ভারত জনগণের উপকারের জন্য বৃষ্টিপাতের উপর নির্ভর করে। সে দেশের অনেক মানুষ কৃষিকাজ করে জীবিকা অর্জন করেন ও এর উপর ভরসা করেন। তবে, মাত্রাতিরিক্ত বৃষ্টি বন্যা পরিস্থিতি ও জলমগ্নতা সৃষ্টি করতে পারে; এর বিশেষ কারণ হল দুর্বল পয়ঃপ্রণালী ব্যবস্থা। (রয়টার্স)