পাকিস্তানের উগ্রবাদী রাজনৈতিক দলের হাজার হাজার সমর্থক শনিবার রাজধানী ইসলামাবাদের অদূরে একটি সমাবেশের আয়োজন করে। সেখানে তারা গাজায় ইসরায়েলি হামলার নিন্দা করে এবং ফিলিস্তিনিদের জন্য আরও সাহায্য পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানায় ।
প্রতিবাদকারীরা আরও দাবি করে যে পাকিস্তান যেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে “ একজন সন্ত্রাসী” বলে ঘোষণা করে। সামরিক শহর রাওয়ালপিন্ডিতে এই সমাবেশের পর সরকারের পক্ষ থেকে কোন তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের কোন কুটনৈতিক সম্পর্ক নেই। নয় মাস ধরে এই হামাস যুদ্ধে পাকিস্তান অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে আসছে এবং সাম্প্রতিক মাসগুলিতে গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
ইসলামপন্থি তেহরিকে লাব্বায়েক পাকিস্তান দলের প্রধান সা’দ রিজভি, যিনি এই সমাবেশের নেতৃত্ব দেন, বলছেন যে সরকার তাদের দাবি না মানা অবধি এই অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে।
সমাবেশের কাছে শত শত পুলিশ মোতায়েন করা হয় । তারা তাদের অবস্থান গ্রহণ করে । পাকিস্তানে জঙ্গিবাদী হামলা সাম্প্রতিক সময়ে আবার বেড়ে গেছে।