আইএমএফের পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ২ হাজার ৪৬ কোটি ৭০ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংকের তথ্য

ডলার, প্রতীকী ছবি।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) কাছে চলতি বছরের মে ও জুন মাসের জন্য ১৪২ কোটি (ইউএস) ডলার ঋণ পরিশোধ করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক।

এই লেনদেনের ফলে মঙ্গলবার (৯ জুলাই) পর্যন্ত বাংলাদেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৬১৭ কোটি ১০ লাখ ডলার। তবে আইএমএফের বিপিএম৬ নিয়ম অনুযায়ী বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৬ কোটি ৭০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা এসিইউ–এর সদর দপ্তর ইরানের রাজধানী তেহরানে অবস্থিত। এসিইউ বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে লেনদেনের সুবিধা দেয়।