এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদযাপনের সময় বলেন, “আমি কোথাও যাচ্ছি না।” সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে সাম্প্রতিক বিতর্কে দূর্বল পারফরম্যান্সের পর বাইডেনের মানসিক ও শারীরিক সক্ষমতা যাচাই করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনের ন্যাশনাল মলে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ জড়ো হন আতশবাজি প্রদর্শনী দেখার জন্য। ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়।

রাশিয়ার একটি আদালত রাশিয়ায় জন্ম গ্রহণকারী আমেরিকান নাগরিক রবার্ট উডল্যান্ডকে মাদক বিক্রির চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে। তাকে সর্বোচ্চ নিরাপত্তার দণ্ডবিধিতে বারো বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আমেরিকান এক দম্পতি ১৯৯৩ সালে উডল্যান্ডকে রাশিয়া থেকে দত্তক নিয়েছিলেন।