এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছেন যে তিনি পুননির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন। সাম্প্রতিক বির্তকে তার দূর্বল পারফরমেন্সের জন্য তার প্রার্থিতার ক্ষতি করেছে বলে যেমনটি বলা হচ্ছে, তিনি সেই মনোভাবকে নাকোচ করে দিয়েছেন। সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিতর্কের পর বেশ এগিয়ে গেছেন তবে জরিপকারীরা বলছেন যে তারা এখনও খুব কাছাকাছি রয়েছেন।

ডেমোক্র্যাটিক গভর্নরদের একটি দল বলেছে, হোয়াইট হাউস জয়ের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য তাদের দলের কারও কারও থেকে ক্রমবর্ধমান দাবীর মধ্যেও তারা প্রেসিডেন্ট বাইডেনের পাশে আছেন। বাইডেন বুধবার তার দলের ২০ জনেরও বেশি গভর্নরের সঙ্গে ব্যক্তিগতভাবে এবং ভার্চুয়ালি বৈঠক করেন।

৪ জুলাইয়ের ছুটিতে রেকর্ড সংখ্যক আমেরিকান ভ্রমণ করছে (বলে অনুমান করা হয়)। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এবং ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মতে, ৭০ মিলিয়ন আমেরিকান বিমানে বা গাড়িতে ৮০ কিলোমিটারেরও বেশি পথ ভ্রমণ করবে।