নাটোরে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশে হামলায় দলটির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল ও জেলা শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ ৭ জন আহত হয়েছেন।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) শহরের আলাইপুরে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বিএনপির নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীন অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সকালে (বুধবার) শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে আসার সময় জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ ৩ জনকে কুপিয়ে আহত করা হয়।
তিনি আরও বলেন, “এরপর সরকারি দলের কর্মীরা সমাবেশে হামলা চালায়। এতে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলসহ আরও ৪জন আহত হন।”
ঘটনাটির বিচার দাবি করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
তবে এ ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।