কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প।

কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোরে আশ্রয়শিবিরের ৮ ও ১১ নম্বর ক্যাম্পে ঘটনা দুটি ঘটে।

নিহত দুই জন হলো মোহাম্মদ সিফাত (১৩) ও আনোয়ার ইসলাম (২৭)।

উখিয়া উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, উখিয়ায় ৮ ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে উখিয়ার ২৩টি আশ্রয়শিবিরে ৯ লাখ ও টেকনাফের ১০টি আশ্রয়শিবিরে সাড়ে ৩ লাখ রোহিঙ্গা বসবাস করে।

এর আগে, ১৯ জুন বালুখালীসহ আশপাশের কয়েকটি আশ্রয়শিবিরে একাধিক ভূমিধসের ঘটনায় ১০ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছিল। এ নিয়ে ১৫ দিনের ব্যবধানে পাহাড় ধসে ১২ জন রোহিঙ্গার মৃত্যু হলো।