ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে প্রত্যাশিত দীর্ঘমেয়াদি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের জন্য ইইউ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন এবং সামরিক সাহায্যের প্রতিশ্রুত প্যাকেজ সরবরাহের আবেদন করেছেন।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলের সঙ্গে সংবাদ সম্মেলনে জেলেন্সকি প্রতিশ্রুত সামরিক সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তবে পাশাপাশি যোগ করেছেন যে ইউক্রেনের রণক্ষেত্রের জন্য প্রয়োজনীয় সামগ্রী একান্ত জরুরি, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে।
ইউক্রেনকে সাহায্য করতে রাশিয়ার প্রায় ৫০০ কোটি ডলারের বাজেয়াপ্ত সম্পদ কিয়েভকে ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য তিনি ইউরোপীয় ইউনিয়ন ও জি সেভেনের অন্তর্ভুক্ত দেশগুলিকেও সাধুবাদ জানান।
বৈঠকের আগে জেলেন্সকি তার নিজস্ব এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে একটি বিবৃতি পোস্ট করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তিসহ ইইউ সদস্য দেশগুলির সঙ্গে তিনি মোট তিনটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করেছেন।
তিনি বলেন, “অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক রদবদল ছাড়াই প্রথমবারের মতো এই চুক্তি ইউক্রেনকে ব্যাপক সহায়তা প্রদান করতে ২৭টি সদস্য রাষ্ট্রকে দায়বদ্ধ করে তুলবে।”
এদিকে ইউক্রেন বৃহস্পতিবার বলেছে, আকাশপথে রাশিয়ার নৈশ হামলার প্রায় সবগুলিকেই তারা ব্যর্থ ও প্রতিহত করেছে। সে দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার পাঁচটি ক্ষেপণাস্ত্র ও ২৩টি ড্রোন ভূপাতিত করেছে।
ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রুশ বাহিনী মোট ছয়টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে লক্ষ্য করে নিক্ষেপ করেছিল, তবে এই হামলার লক্ষ্যবস্তু কী ছিল তা স্পষ্ট করে জানানো হয়নি।
আঞ্চলিক কর্মকর্তাদের দেয়া খবরে দেখা যাচ্ছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের নানা প্রান্ত লক্ষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া।
মিকোলেভ অঞ্চলের গভর্নর ভিতালি কিম টেলিগ্রামে জানিয়েছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ছয়টি ড্রোন ও তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। খেরসনের গভর্নর ওলেকসান্দর প্রকুদিন টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের বাহিনী দুটি ড্রোন গুলি করে নামিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলে তেভার অঞ্চলে ইউক্রেনের চারটি ড্রোন ভূপাতিত করেছে সে দেশের বাহিনী।