সামরিক স্থাপনা লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা, বলছে রাশিয়া

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলার পর একটি ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট। (বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ, টেলিগ্রাম/রয়টার্সের মাধ্যমে পাওয়া হ্যান্ডআউট। (২৫ জুন, ২০২৪)

বুধবার রাশিয়া জানিয়েছে, স্মোলেনস্ক অঞ্চলে সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইউক্রেন একটি ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইউক্রেন বলছে যে রাশিয়ার বিমান হামলায় ওডেসার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্মোলেনস্কের আকাশে ইউক্রেনের দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করার খবর জানিয়েছে। তাছাড়া, আঞ্চলিক গভর্নর ভাসিলি আনোখিন টেলিগ্রামে বলেছেন, ভিয়াজেমস্কি জেলার সামরিক স্থাপনায় ইউক্রেনের হামলার চেষ্টায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি।

মঙ্গলবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেছেন, রাতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি শিল্প কেন্দ্রের প্রশাসনিক ভবনে আঘাত করে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রাশিয়া ক্রমাগত যুক্তরাষ্ট্রের ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সরবরাহ করা নিয়ে অভিযোগ করে আসছে। তবে এই পরিস্থিতিতেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানদের মধ্যে মঙ্গলবার একটি বিরল ফোনালাপ হয়।

মে মাসে সের্গেই শোইগুর স্থলাভিষিক্ত হয়ে প্রতিরক্ষামন্ত্রী হন আন্দ্রেই বেলুসভ। বেলুসভের সাথে প্রথম ফোনালাপে লয়েড অস্টিন "ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধ সত্ত্বেও নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন"।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দুই দেশের কর্মকর্তা “ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করেছেন”। তবে তিনি ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে অস্ত্র সরবরাহে্র ফলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবার বিপদের দিকে ইঙ্গিত করেন।

অধিকৃত ক্রাইমিয়ায় হামলাতে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিবাদে সোমবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া।

সোমবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের জানান, ইউক্রেন "অভিযান ও লক্ষ্যবস্তুর ক্ষেত্রে একক সিদ্ধান্ত নেয়" এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণ "হাজার হাজার নিরপরাধ ইউক্রেনীয়কে হত্যা ও ধ্বংসের জন্য দায়ী"।

এপি, এ এফপি এবং রয়টার্স থেকে এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য নেওয়া হয়েছে।