সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধীর গতিতে কমছে নদ-নদীর পানি। কিন্তু এখনো বিপৎসীমার ওপরে রয়েছে সুরমা ও কুশিয়ারার ৩টি পয়েন্টের পানি। তবে অন্য নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার, কুশিয়ারার অমলশীদ পয়েন্টে ২০ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
সিলেট জেলা প্রশাসনের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত সিলেট জেলায় বন্যাকবলিত মানুষ ছিলেন ৮ লাখ ৩ হাজার ৩৬৫ জন। জেলার ৭৩৪টি আশ্রয়কেন্দ্রে ছিলেন ১৩ হাজার ১৫৪ জন। সোমবার এ সংখ্যা ছিল ১৩ হাজার ২০৯ জন।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৫৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
এদিকে নদ-নদীর পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরুর করেছেন অনেকেই। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৩ জুন থেকে শর্তসাপেক্ষে সিলেটের বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে।