ইসরায়েলি আক্রমণে গাজায় ৪২ জনের প্রাণহানিঃ হামাসের মিডিয়া দপ্তর

গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে বিধ্বম্ত একটি ভবন থেকে কুড়িয়ে পাওয়া জিনিষপত্র নিয়ে যাচ্ছে একটি বালক। জুন ২২,২০২৪।

ফিলিস্তিনি ছিঁটমহলের উত্তরে গাজা সিটির এলাকাগুলিতে ইসরায়েলি আক্রমণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন বলে হামাস পরিচালিত মিডিয়া দপ্তরের পরিচালক জানিয়েছেন।

ইসমাইল আল-সাওবতা রয়টার্সকে বলেন গাজা ভূখন্ডের আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের আল-শাতির বাড়িগুলির উপর ইসরায়েলের আক্রমণে ২৪ জন নিহত হন। আরেকটি আক্রমণে আল তুফাহ এলাকায় আরো ১৮ জন প্রাণ হারান।

ইসরায়েলি সামরিক বাহিনী একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, “ কিছুক্ষণ আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ বিমানগুলি গাজা সিটির এলাকায় হামাসের সামরিক অবকাঠামোর উপর আঘাত হেনেছে।

তাতে বলা হয়েছে শিগগিরই আরও বিস্তারিত জানানো হবে।

ইসরায়েলের এই দাবি সম্পর্কে তারা কোন মন্তব্য করেনি যে তারা হামাসের সামরিক অবকাঠামোর উপর আঘাত হেনেছে। তারা এক বিবৃতিতে বলেছে ওই আক্রমণগুলির লক্ষ্য ছিল অসামরিক লোকজন এবং একটি বিবৃতিতে সংকল্প গ্রহণ করে যে “ দখল ও তার নাৎসি নেতাদের আমাদের জনগণের বিরুদ্ধে এই লংঘনের মূল্য দিতে হবে”।

রয়টার্স’এর কাছ থেকে পাওয়া ফুটেজে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত ঘর-কাড়ি পেরিয়ে বহু ফিলিস্তিনি হতাহতদের সন্ধান করছে। ফুটেজে শাতি শরণার্থী শিবিররের পথে পথে ভাঙ্গা বাড়ি, বিধ্বস্ত দেয়াল ও আবর্জনা দেখা গেছে।

গত বছর ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে জঙ্গিরা যখন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আচমকা আক্রমণ চালিয়ে, ইসরায়েলের হিসেব অনুযায়ী প্রায় ১২০০ লোককে হত্যা করে এবং ২৫০ জনকে জিম্মি করে তখন থেকেই ইসরায়েলের ভূমি ও বিমান অভিযান শুরু হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলের এই আত্রমণে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ৩৭.৪০০ জনের ও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১০১ জন নিহত হন।

এই যুদ্ধেরআট মাসের ও বেশি সময় পর ইসরায়েল এখন মনোযোগ দিচ্ছে শেষ দুটি এলাকা যা তারা এখনও দখল করতে পারেনি: গাজার দক্ষিণ প্রান্তে রাফা এবং মধ্যাঞ্চলে দেইর আল বালাহ’র আশপাশের এলাকা।

অধিবাসীরা বলছেন সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েলি ট্যাংকগুলি রাফা এলাকার পশ্চিম ও উত্তরাঞ্চলে আরও ভেতরে প্রবেশ করেছে। শনিবার ইসরায়েলি বাহিনী অনেকগুলো স্থানে আকাশ ও ভূমি থেকে বোমা আত্রমণ চালিয়েছে এবং বহু পরিবার এলাকা ছেড়ে উত্তরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।