বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ব্রিকস গ্রুপের সদস্য বা অংশীদার দেশ হিসেবে যেকোনো ফরম্যাটে যোগ দিতে ভারতের সমর্থন চেয়েছে বাংলাদেশ।
শনিবার (২২ জুন) নয়াদিল্লিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের অবহিত করেন হাছান মাহমুদ। এসময় এই কথা জানান তিনি।
“আমরা যেকোনো ফরম্যাটে ব্রিকসে যোগ দিতে ভারতের সমর্থন চেয়েছি;” বলেন হাছান মাহমুদ।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, ভারত এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।
“ব্রিকস যদি নতুন সদস্য বা অংশীদার দেশ যুক্ত করার সিদ্ধান্ত নেয়; তবে, বাংলাদেশ যেভাবেই হোক ব্রিকসের সঙ্গে যুক্ত হতে চায়;” যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
উল্লেখ্য, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাত; এই ৯টি দেশ নিয়ে ব্রিকস একটি আন্তঃসরকার সংস্থা।