ফিলিস্তিনের পশ্চিম তীরের শহরে গুলিবিদ্ধ এক ইসরায়েলি নাগরিকের লাশ উদ্ধার

ফাইল ছবি- সামরিক অভিযানের সময় পশ্চিম তীরের কাবাতিয়া শহরে নিহত এক ব্যক্তির মৃতদেহ সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বাহিনী।১৩ জুন, ২০২৪

দখলকৃত অঞ্চলে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে শনিবার সকালে অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে এক ইসরায়েলি নাগরিককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে।

তারা জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। ইসরায়েলি সেনারা তার নিহত হবার স্থান কালকিলিয়া শহরে তৎপরতা চালাচ্ছে। পশ্চিম তীরের একই শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই জঙ্গি নিহত হবার একদিন পর এই ঘটনা ঘটল। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু প্রকাশ্যে জানানো হয়নি।

গত অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হবার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়ে। হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেই থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে এই অঞ্চলে অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, একই সময়ে পশ্চিম তীরে পাঁচ জন সৈন্যসহ অন্তত ৯ জন ইসরায়েলি ফিলিস্তিনিদের হাতে নিহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা কালকিলিয়া ও পশ্চিম তীরের অন্যান্য অংশে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গত এপ্রিলে ইসরায়েলি বসতিতে ১৪ বছর বয়সী কিশোর নিহত হবার পর ধারাবাহিকভাবে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ওই অঞ্চলে ফিলিস্তিনি শহরগুলির উপর হামলা চালায় । সেনাবাহিনী বলেছে, ছেলেটিকে হত্যা করা হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

২০১৪ সালে পশ্চিম তীরে তিন জন ইসরায়েলি কিশোরের অপহরণ ও হত্যার ঘটনায় এ অঞ্চলে উত্তেজনা বেড়ে যায় এবং গাজায় ৫০ দিন ব্যাপী যুদ্ধ পরিস্থিতি বিরাজ করে।

গত ৭ অক্টোবর ইসরাইয়েলে হামাসের হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত এবং প্রায় ২৫০ জন জিম্মি হন। এর জবাবে ইসরায়েলের বোমা হামলা ও ছিটমহলের হামলাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালযয়ের হিসাব মতে, ৩৭,৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যে ১৯৬৭ সালের যুদ্ধে গাজা ও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিরা এসব ভূখন্ড একটি স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে চায়।