মারা গেলেন বিখ্যাত অভিনেতা ডনাল্ড সাদারল্যান্ড

ফাইল- এএফআই ফিল্ম ফেস্টিভেলে আসলেন অভিনেতা ডনাল্ড সাদারল্যান্ড । লস এঞ্জেলেস, নভেম্বর ২২,২০১৭।

চলচ্চিত্র ও টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা ডনাল্ড সাদারল্যান্ড ৮৮ বছর বয়সে মারা গেলেন। "M.A.S.H." ছবি থেকে শুরু করে “দ্য হাঙ্গার গেইমস” অবধি তিনি বহু ছবিতে অভিনয় করেছেন।

প্রয়াত এই অভিনেতার ছেলে কাইফার সাদারল্যান্ড বৃহস্পতিবার তার পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন । বিস্তারিত আর কিছু তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

এক্স’এ কাইফার সাদারল্যান্ড বলেন, “ আমি ব্যক্তিগত ভাবে মনে করি (তিনি ছিলেন) চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সর্বাধিক গুরুত্বপূর্ণ এক অভিনেতা। ভাল, মন্দ কিংবা বিশ্রি কোন চরিত্রেই অভিনয় করতে তিনি .দ্বিধাগ্রস্ত হতেন না। তিনি যা করতেন সেটা ভালোবাসতেন এবং যা ভালোবাসতেন সেটাই করতেন। ‘এর বেশি আর কীই বা চাওয়ার থাকতে পারে”।

দীর্ঘ ও সুঠামদেহী কানাডার এই অভিনেতা যাকে কখনও নিরাশ দেখাতো, যার মধ্যে মিষ্টি বা দুষ্ট ভাবও থাকতো, তিনি অনেক ব্যতিক্রমী কিন্তু বিখ্যাত চরিত্রে অভিনয় করেছেন যেমন রবার্ট অল্টম্যানের "M.A.S.H." ছবিতে হকেই চরিত্রে, ‘কেলিজ হিরোজ’ ছবিতে হিপ্পি ট্যাংক কমান্ডার চরিত্রে এবং ‘অ্যানিমেল হাউজ’ ছবিতে এমন এক অধ্যাপকের ভূমিকায় যাকে পাথর মারা হয়েছিল।

সম্মানজনক চরিত্রের অভিনেতা হিসেবে নিজের রূপান্তরের আগে অবধি তিনি ১৯৭০ ’এর দশকের প্রতিষ্ঠানবিরোধী চরিত্রগুলিতে অভিনয় করেন যার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা সম্ভব ছিল না।

অনেকগুলি দশক ধরে সাদারল্যান্ড অনেকগুলি প্রথাসম্মত অথচ উদ্ভট চরিত্রে অভিনয় করেছেন, যেমন রবার্ট রেডফোর্ডের ‘ অর্ডিনারি পিপল’ এবং অলিভার স্টোনের ‘জেএফকে’।

আরও সাম্প্রতিক সময়ে তিনি ‘ হাঙ্গার গেমস’ ছবিগুলিতে এবং এইচবিও লিমিপেড সিরিজের ‘দ্য আনডুইং’ ছবিতে অভিনয় করেন। তিনি কখনই অবসর নেননি এবং তাঁর মৃত্যু অবধি নিয়মিত কাজ করে গেছেন।

সাদারল্যান্ড ১৯৯৮ সালে চার্লি রোজকে বলেন, “আমি কাজ করতে ভালোবাসি, আগ্রহের সঙ্গে কাজ করতে ভালোবাসি। আমার ভাল লাগে আমার এই হাত যখন অন্য কোন চরিত্রের দস্তানা পরে। আমি বিশাল এক মুক্তির অনুভূতি বোধ করি -সময় থেমে যায় আমার জন্য। আমি আগেকার মতো পাগদলামি করি না, কিন্তু এখনও একটু পাগলামি করি বটে”।

ডনাল্ড সাদারল্যান্ড ২০১৭ সালে অনারারি অস্কার পুরস্কার পান।