ভারতে বিষাক্ত মদপানে অন্তত ৩৪ জনের প্রাণহানি

অ্যালকোহলের বিষক্রিয়ায় ভোগা এক রোগীকে পরীক্ষা করছে একজন ডাক্তার। ১৫ ডিসেম্বর, ২০১১। ফাইল ছবি।

ভারতে বিষাক্ত মদপানে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে, ১০০ জনের বেশি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার তামিল নাডু স্টেট কর্মকর্তারা এ কথা জানান।

মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানান, স্থানীয়ভাবে তৈরি আরাক পানীয়ের মারাত্মক মিশ্রণে বিষাক্ত মেথানল মেশানো ছিল।চ

স্ট্যালিন বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় কিছু গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অপরাধ সমাজকে ধ্বংস করে দেয়। কঠিন হাতে এসব দমন করা হবে।

ব্যাকস্ট্রিট ডিস্টিলারিতে তৈরি সস্তা অ্যালকোহলের কারণে ভারতে প্রতি বছর শত শত মানুষ মারা যায়।.

শক্তি বৃদ্ধির জন্য অ্যালকোহলটিতে প্রায়শই মেথানল দিয়ে স্পাইক করা হয় যা অন্ধত্ব, লিভারের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।

তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা এমএস প্রসন্থের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, তামিলনাড়ুর ঘটনায় ১০০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাজ্যের গভর্নর আর এন রবি এই মৃত্যুর ঘটনায় “গভীরভাবে মর্মাহত” হয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে বলেন, “আরও অনেক ভুক্তভোগীর অবস্থা গুরুতর, তারা বেঁচে থাকার জন্য লড়াই করছে।”

তামিলনাড়ু ড্রাই স্টে না, তবে কালোবাজারে মদ বৈধভাবে বিক্রি হওয়া মদের চেয়ে কম দামে আসে।

ভারতের অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ করা হয়েছে, যা শক্তিশালী এবং কখনো কখনো প্রাণঘাতী ব্যাকস্ট্রিট মুনশাইনের জন্য কালোবাজারকে আরও বাড়িয়ে তুলেছে।

গত বছর ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদপানে অন্তত ২৭ জন মারা গিয়েছিলেন, ২০২২ সালে গুজরাটে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছিল।