একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা মারা গেছেন, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা।

বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা মারা গেছেন। মঙ্গলবার (১৮ জুন) দুপুরের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৃত্যুকালে কবি অসীম সাহার বয়স হয়েছিলো ৭৫ বছর। অসীম সাহা গত ২১ মে হাসপাতালে ভর্তি হন। তখন থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১৫ জুন) তার অধিকতর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন অসীম সাহা।

কবি মুহম্মদ নূরুল হুদা এবং তার ছেলে অর্ঘ্য সাহা জানান, বুধবার (১৯ জুন) সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য অসীম সাহার মরদেহ বাংলা একাডেমি চত্বরে নেয়া হবে। অর্ঘ্য সাহা জানিয়েছেন, তার বাবা কবি অসীম সাহা মরদেহ দান করে দেয়ার ইচ্ছা প্রকাশ করে গেছেন।

বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য অসীম সাহাকে ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

এছাড়া, কবি অসীম সাহা, আলাওল সাহিত্য পুরস্কার, শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেন। কবিতা ও উপন্যাসের বাইরে অসীম সাহা প্রবন্ধ ও গান রচনা করেছেন।

অসীম সাহা ১৯৪৯ সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে মাধ্যমিক পাস করেন এবং ১৯৬৭ সালে মাদারীপুর নাজিমুদ্দিন মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৬৯ সালে স্নাতক পাস করে তিনি সেই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬৯ সালের অসহযোগ আন্দোলন এবং পরে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে, তার স্নাতকোত্তর পরীক্ষা পিছিয়ে যায় এবং তিনি ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে; পূর্ব-পৃথিবীর অস্থির জ্যোৎস্নায়, কালো পালকের নিচে, উদ্বাস্তু, মধ্যরাতের প্রতিধ্বনি, অন্ধকারে মৃত্যুর উৎসব, সৌর-রামায়ণ, কবর খুঁড়ছে ইমাম, শ্মশানঘাটের মাটির গল্প ও হেনরি ডিরোজিও।

প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৮ জুন) এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, অসীম সাহার মৃত্যুতে বাংলা ভাষা ও সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।