অর্থনৈতিক মন্দার কারণে, দেশের মানুষের মধ্যে ঈদের কোনো আনন্দ নেই বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১৭ জুন) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি।
“ঈদ মানে খুশি। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এই আনন্দ অনুপস্থিত। তারা আনন্দ উপভোগ করার মতো অবস্থায় নেই;” আরো বলেন মির্জা আব্বাস। “গত ১৫ বছর ধরে দেশের মানুষের জন্য ঈদের আনন্দ অধরা রয়ে গেছে;” যোগ করেন তিনি।
খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলে মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে ঈদ উদযাপন করতো বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। ‘কিন্তু ঈদের সেই আনন্দ এখন মানুষ অনুভব করে না;” তিনি বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মানুষের কষ্ট ও যন্ত্রণার ছাপ তাদের উদ্বিগ্ন মুখে ফুটে উঠেছে। তারা অনেক কষ্টে পশু কোরবানি দিচ্ছে। অনেক ব্যবসায়ী তাদের গরু বিক্রি করতে পারছেন না, যা জনগণের মধ্যে অর্থের লক্ষণীয় অভাবের ইঙ্গিত দেয়।
মির্জা আব্বাস বলেন, “অবৈধ ও অনির্বাচিত' সরকার ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশের মানুষ চরম কষ্ট সহ্য করছে। নির্বাচিত সরকার থাকলে আজকের মতো দুর্ভোগ পোহাতে হতো না জনগণের।”
কারাগারে থাকা দলটির হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে সংহতি ও সমবেদনা প্রকাশ করেন মির্জা আব্বাস।বলেন, “অক্টোপাসের মতো দেশের মানুষকে চারদিক থেকে আটকে ফেলা হয়েছে। সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ভৌগোলিক অবস্থা সব দিক থেকেই।”
“আমরা যদি ভৌগোলিক পরিস্থিতি নিয়ে কথা বলি, আমরা ভালো অবস্থানে নেই এবং আমরা শান্তিতে নেই;” বলেন তিনি। সেন্টমার্টিন দ্বীপের উত্তেজনাকর পরিস্থিতি ও সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা আব্বাস।
হাছান মাহমুদ: ‘বিএনপিসহ কিছু গোষ্ঠী ভালো কিছু দেখে না’
বিএনপিসহ কিছু গোষ্ঠী ভালো কিছু দেখে না বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৬ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। “বিএনপিসহ কিছু গোষ্ঠী আছে তারা চোখে ভালো কিছু দেখেন না;” যোগ করেন হাছান মাহমুদ।
তিনি আরো বলেন, বাংলাদেশে দারিদ্রসীমার নিচে থাকা জনগোষ্ঠী ছিলো ৪১ শতাংশ। সেখান থেকে ১৮ দশমিক ৭ শতাংশে নেমেছে। অতিদরিদ্রতা ২২শতাংশ ছিলো, সেখান থেকে সাড়ে ৫ শতাংশে নেমেছে।
সংসদে প্রায় ৮ লাখ হাজার কোটি টাকার বাজেট পেশ হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, প্রতিবার বাজেট পেশ করার পর, বিএনপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়; বলা হয় এই বাজেট গণবিরোধী, গরীব মারার বাজেট, এই বাজেটে কোনো উপকার হবে না।
হাছান মাহমুদ বলেন, গত ১৫ বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯২ থেকে ৯৭ শতাংশ। বাজেটের আকার গত ১৫ বছরে সাড়ে ১১ গুণ বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় সাড়ে ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। জিডিপির আকার প্রায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে।