টি২০ বিশ্বকাপ ক্রিকেটঃ বোলারদের দাপটে নেপালকে হারিয়ে দ্বিতীয় পর্বে বাংলাদেশ

নেপালের বিরুদ্ধে ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ তানজিম হাসান সাকিব। ফাইল ফটো

আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার তিনটি জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে অগ্রসর হল রবিবার (১৭ জুন) রাতে, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স-এর আরনস ভেল মাঠে। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটাররা সুবিধা করতে না পারলেও, বোলারদের দাপটে বাংলাদেশ ২১ রানে নেপালকে পরাজিত করে।

সুপার ৮ পর্বে বাংলাদেশ স্থান পাবে গ্রুপ ১ এ, যেখানে আছে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ বৃহস্পতিবার (২০ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচারডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

রবিবার নেপালের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ কঠিন পরীক্ষার মুখে পরে এবং তাদের ২০ ওভারের ৩ বল বাকি থাকতেই ১০৬ রান করে সবাই আউট হয়ে যায়। কিন্তু এই অল্প স্কোর নেপালের ব্যাটারদের জন্য দুরূহ হয়ে দাঁড়ায়, বিশেষ করে তানজিম হাসান সাকিবের বিধ্বংসী বোলিং-এর মুখে।

তানজিম মাত্র ৭ রানে ৪টি উইকেট ফেলে দিলে নেপাল এক পর্যায়ে ৫ উইকেট হারিয়ে মাত্র ২৬ রান তোলে। মুস্তাফিজুর রহমান ৭ রানে ৩ উইকেট নিয়ে নেপালের ব্যাটিং লাইন আপে ধস ত্বরান্বিত করে। তাদের ইনিংসের ৪ বল বাকি থাকতেই ৮৫ রানে নেপালের সবাই আউট হয়ে যায়।

নেপালের ইনিংসের মাঝা-মাঝি সময় কুশাল মাল্লা আর দিপেন্দ্র সিং আইরি ষষ্ঠ উইকেট জুটিতে ৫২ রান যোগ দিলে বাংলাদেশ শিবিরে উদ্বেগ সৃষ্টি হয়। কিন্তু মুস্তাফিজুর রহমান দু’ওভারে মাল্লা এবং আইরি দুজনের উইকেটের পতন ঘটান।

অধিনায়ক নাজমুল হাসান শান্তঃ প্রথমবার বাংলাদেশকে টি২০ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে নিয়ে গেলেন। ফাইল ফটোঃ ১১ মে।, ২০২৪।

মাঝে তাস্কিন আহমেদ গুলশান ঝাকে প্যাভিলিয়নে ফেরত পাঠালে বাংলাদেশের মাথার উপরের মেঘ সরে গিয়ে নেপালের মাথার উপর জড়ো হয়।

সাকিবের প্রথম উইকেট

শেষ দুই ব্যাটার কোন রান যোগ না দিয়েই সাকিব আল-হাসানের বলে ধরাশয়ি হন। অবাক করার মত কথা হলেও সত্য, সোমপাল কামি এবং আবিনাশ বহারা হলেন এই বিশ্বকাপে সাকিবের প্রথম উইকেট।

বাংলাদেশের মত নেপালের বোলারাও খেলার শুরুতে অঘটন ঘটানোর আভাস দিচ্ছিলেন।

ইনিংসের প্রথম বলেই বাংলাদেশের উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম কামির বলে ক্যাচ বোলারের হাতে তুলে দেন। দ্বিতীয় ওভারে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে বোল্ড করেন আইরি।

নবম ওভারে সাকিব আল-হাসানের সাথে ভুল বোঝা-বুঝির কারণে যখন মাহমুদউল্লাহ রান আউট হয়ে যান, তখন বাংলাদেশের রান সংখ্যা দাঁড়ায় ৫ উইকেটে ৫২।

সাকিব এবং জাকির আলী ইনিংস সামলানর চেষ্টা করলেও উইকেট একের পর এক পড়তে থাকে এবং রান আসে অত্যন্ত ধীর গতিতে। কিন্তু তাসকিন আহমেদ (১২), রিশাদ হোসেন (১৩), সাকিব (১৭) এবং আলী (১২) সবাই ছোট-খাটো অবদান রেখে দলের স্কোর ১০৬-এ নিয়ে যায়।

এই বিশ্ব কাপে বাংলাদেশের বোলাররা, বিশেষ করে মুস্তাফিজুর, তাসকিন, তানজিম হাসান ভাল ফর্মে থাকায় ম্যাচের পাল্লা শান্তর টিমের দিকেই বেশি ভারি ছিল।