ইউক্রেনের জেলেন্সকি বলছেন, তার নিজ শহরে রুশ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে

ইউক্রেনের দক্ষিণে ক্রিভি রিহতে রুশ হামলায় বিধ্বস্ত ভবনে উদ্ধার কাজ চলছে। ফটোঃ ১২ জুন, ২০২৪।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেস্কি বলেছেন, বুধবার রাশিয়া তার নিজস্ব শহর ক্রিভি রিহতে বিমান হামলা চালিয়েছে। হামলায় অন্তত আটজন নিহত এবং ২১ আহত হয়েছে।

জেলেন্সকি একটি ভিডিও শেয়ার করেন যেখানে, জরুরী বিভাগের কর্মীদের একজনকে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা যাচ্ছে। ভিডিওতে দমকল বাহিনীর লোক এবং বিধ্বস্ত ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে রয়েছে একটি অফিস ভবন এবং একটি অ্যাপার্টমেন্ট ভবন।

দিনের আগে, রাশিয়ার বেলগোরদ অঞ্চলের কর্মকর্তারা জানান, সেখানে ইউক্রেনীয় কামানের গোলার আঘাতে অন্তত একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।

প্রাদেশিক গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকভ সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানান, ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত শেবেকিনো শহরে এই হামলা হয়।

গ্লাদকভ জানান, কামানের গোলার আঘাতে একাধিক আবাসিক ভবনও ক্ষতির শিকার হয়েছে।

বেলগোরোদ অঞ্চলের মানচিত্রের সামনে দিয়ে এক নারী হেঁটে যাচ্ছেন স্লোগান লেখা আছে " শেবেকিনো নতি স্বীকার করে না।" ফাইল ফটোঃ ১১ মার্চ, ২০২৪।

বুধবার ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার পক্ষ থেকে আগের রাতের হামলার অংশ হিসেবে পাঠানো ছয়টি ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি ও ২৪টি ড্রোনের সবগুলোই গুলি করে ভূপাতিত করেছে।

নিপ্রোপেত্রভস্ক, খারকিভ, কিয়েভ, পোলতাভা, ভিনিৎসিয়া ও ঝাপোরিঝঝিয়া অঞ্চলে এসব হামলা প্রতিহত করা হও।

এই হামলার একদিন আগে জার্মান আইনপ্রণেতাদের উদ্দেশে রাখা বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইউরোপে যুদ্ধের দীর্ঘ ইতিহাস নিয়ে কথা বলেন এবং মন্তব্য করেন, যুদ্ধের কারণে কয়েক প্রজন্মের ইউরোপীয়রা শান্তি থেকে বঞ্চিত থেকেছেন।

ইউক্রেনীয় নেতা দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে।

মঙ্গলবার জার্মানিতে আয়োজিত অপর এক পুনর্নির্মাণ সংক্রান্ত সম্মেলনে বক্তব্য রাখার সময় আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কাঠামো পুনর্নির্মাণের গুরুত্বের ওপর জোর দেন।

তিনি জানান, গত শীত থেকে শুরু করে এখন পর্যন্ত রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক অংশই ধ্বংস হয়ে গেছে।

“ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হল আকাশপথে তাদের আধিপত্য। এই ক্ষেপণাস্ত্র ও বোমা সন্ত্রাস রুশ সেনাদের স্থলভাগে অগ্রসর হতে সহায়তা করে”, বলেন জেলেন্সকি। “আকাশহামলা প্রতিরক্ষাই এর জবাব।”

তিনি জানান, ইউক্রেন তাদের সামরিক ও অবকাঠামোগত চাহিদা পূরণে বিলিয়ন বিলিয়ন ডলার ত্রাণ প্রত্যাশা করছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।