বিএনপি বলছে আওয়ামী লীগ এখন 'পরিত্যক্ত একটি দল'

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১১ জুন, ২০২৪।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তাঁর ভাষায়, "জন সমর্থন হারিয়ে এখন দুর্নীতিবাজ, লুটেরা ও কিছু পুলিশ কর্মকর্তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।"

“আওয়ামী লীগ এখন জনগণের কাছে পরিত্যক্ত একটি দল," রিজভি মঙ্গলবার (১১ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন।

তিনি বলেন, ভোটারবিহীন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে 'ডামি' সরকার ও তার ‘পুতুল’ নির্বাচন কমিশন লজ্জিত নয়। জাতীয় নির্বাচনের মতো একতরফাভাবে ৫ জুন চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন রিজভী।

“ক্ষমতাসীন দল কোনো বিরোধী দল ও ভোটার ছাড়াই নিজেদের মধ্য থেকে প্রতিপক্ষ বানিয়ে একদলীয় উপজেলা নির্বাচন আয়োজন করেছে;” তিনি যোগ করেন।

দেশের অনেক উপজেলায় ক্ষমতাসীন দলের সদস্যরা লুটপাট ও আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদ রক্ষার জন্য সহিংসতার আশ্রয় নিয়েছে বলে উল্লেখ করেন রিজভী।

রিজভী বলেন, বিদেশে অর্থ পাচার, ব্যাপকহারে ব্যাংক ঋণখেলাপি, ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন, তীব্র ডলার সংকট, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স হ্রাস, অস্বাভাবিক মুদ্রাস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষকে চরম সংকটে ফেলছে।

ওবায়দুল কাদের: ‘বিএনপি দুর্নীতি ও লুটপাটে পটু একটি দল’

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে বলেছেন যে বিএনপি দুর্নীতি ও লুটপাটে পটু একটি দল। বিএনপি নেতাদের নাম দুর্নীতিবাজদের তালিকায় শীর্ষে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি।

গত ৩১ মে বিকালে, রাজধানী ঢাকায়, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, “কোনো দেশেই নিখুঁত গণতন্ত্র নেই। আমরাও দাবি করি না যে আমাদের গণতন্ত্র নিখুঁত। তবে আমরা চেষ্টা করছি নিখুঁত করতে, আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে আন্তরিক।”

“যে বিএনপি এখন বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, তারা নিজেরাই ‘কারফিউ গণতন্ত্রের’ চর্চা করেছে এবং ১১৪ শতাংশ 'হ্যাঁ' ভোট এবং ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার নিয়ে একটি জালিয়াতি গণভোটের আয়োজন করেছিলো;” তিনি যোগ করেন।

ওবায়দুল কাদের আরো বলেন যে বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।

“দুর্নীতি করা সত্ত্বেও বিএনপি নেতারা তারেক রহমান ও খালেদা জিয়াকে জনপ্রিয় নেতা বলে দাবি করেন;” বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। “বিএনপি আমলে হাওয়া ভবন ছিলো দুর্নীতি ও আঁতুড়ঘর। এখন তারা দুর্নীতি নিয়ে কথা বলার সাহস পায়। তারা কি কখনো দলের কোনো কর্মী বা সরকারি কর্মকর্তাকে দুর্নীতির জন্য শাস্তি দিয়েছে?”যোগ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং তদন্ত চলছে বলে জানান তিনি।