চার্লস হোয়াইটলি: ‘ইইউ'র লক্ষ্য সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন’

ঢাকায় আয়োজিত, বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত বিষয়ক এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ১০ জুন, ২০২৪।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং প্রতিযোগিতা সক্ষমতা জোরদার করাই ইইউ'র লক্ষ্য। সোমবার (১০ জুন) ঢাকায় আয়োজিত, বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত বিষয়ক এক অনুষ্ঠানে এ কথা বলেন চার্লস হোয়াইটলি।

পরিবেশের ক্ষতি না করে, সবুজ জ্বালানি রূপান্তর, পরিবেশ সুরক্ষা এবং টেকসই সম্পদের ব্যবহারের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন এবং প্রতিযোগিতা সক্ষমতা জোরদার করা ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য বলে জানান তিনি।

“আমরা একসঙ্গে বাংলাদেশে একটি নিরাপদ, আরো টেকসই এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক তৈরি পোশাক খাতের ভিত্তি স্থাপন করছি;” যোগ করেন চার্লস হোয়াইটলি।

ইইউর সম্প্রতি গৃহীত 'ডিউ ডিলিজেন্স ডাইরেক্টিভ’ এর গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি ব্যাখ্যা করেন, কিভাবে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ইইউ নীতি ‘ইউরোপিয়ান গ্রিন ডিল’ এবং ইইউ জলবায়ু আইনে পরিচালিত হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. কবির আহমেদ। তিনি ইউরোপীয় অংশীদার এবং মূল স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তৈরি পোশাক খাতকে এগিয়ে নিতে তাদের সম্মিলিত প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

'অ্যাডভান্সিং সাসটেইনেবল ফাইন্যান্স ফর গ্রিনার আরএমজি সেক্টর' শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের মূল প্রতিনিধি এডউইন কোয়েকোয়েক (টিম লিডার, গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন), আন্তর্জাতিক শ্রম সংস্থার বেটার ওয়ার্ক বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আনিস আগুং নুগরোহো।