গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ বৃদ্ধি, জাতিসংঘে ভোটের আহবান

গাজার দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালের বাইরে একজন ফিলিস্তিনি নারী ইসরায়েলি হামলায় নিহত স্বজনের জন্য শোক করছেন। ফটোঃ ১০ জুন, ২০২৪।

যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের পেশ করা এক খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটির আহ্বান জানিয়েছে। খসড়ায় হামাসকে প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়ার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার মিশর ও ইসরায়েলের নেতাদের সাথে বৈঠক করবেন।

ব্লিংকেন কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সাথে বৈঠক করছেন এবং পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের সাথে সাক্ষাতের জন্য ইসরায়েল যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক এই সফরে কাতার ও জর্ডানেও যাবেন। সেখানে তিনি গাজার জন্য মানবিক সহায়তার ওপর গুরুত্বারোপ করে এমন একটি সম্মেলনে যোগ দেবেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে। এই প্রস্তাবের মধ্যে রয়েছে প্রাথমিকভাবে লড়াই বন্ধ, গাজা থেকে কিছু জিম্মিকে মুক্তি, ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি, গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের তাদের বাড়িঘর ও মহল্লায় ফিরে যাওয়া।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিশরের রাজধানী কায়রোতে সাংবাদিকদের সাথে কথা বলছেন। ফটোঃ ১০ জুন, ২০২৪।

হামাস এই পরিকল্পনা গ্রহণ বা প্রত্যাখ্যান করে নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক সপ্তাহের বেশি সময় আগে প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রবিবার গাজার উত্তরাঞ্চলে মানবিক ত্রাণ সরবরাহ পুনরায় শুরু করেছে। প্রতিকূল আবহাওয়া এবং ওই এলাকায় ইসরায়েলি সামরিক অভিযানের কারণে মে মাসের শেষের দিকে সরবরাহ প্রক্রিয়া বন্ধ ছিল।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গাজা ভূখণ্ডের একটি অস্থায়ী জেটির মেরামত সম্পন্ন করার ঘোষণা দেয়ার পরে পুনরায় বিমান ড্রপ শুরু হয়েছে। সমুদ্রপথে ট্রাক বোঝাই ত্রাণ আনার দুই সপ্তাহ পরে জেটিটি ভেঙে পড়ে।

বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান সিন্ডি ম্যাককেইন রবিবার সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে বলেন, সংস্থাটি ঘাটে ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ রাখছে। তিনি বলেন, তিনি “কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।”

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।