এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি জন্য চাপ দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার মিশরে পৌঁছেছেন। ৭ অক্টোবর হামাস জঙ্গিরা ইসইয়েলে হামলা চালানোর পর তিনি অষ্টমবারের মতো ঐ অঞ্চল সফর করছেন। এইবার ব্লিংকেন ইসরায়েল, জর্ডান ও কাতার সফর করবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্স সফর (শেষ) করে রবিবার দেশে ফিরেছেন। বাইডেন সফরের শেষ দিনে যুদ্ধে নিহত আমেরিকান সেনাদের প্রতি সম্মান জানাতে প্যারিস থেকে প্রায় এক ঘণ্টা দূরে একটি আমেরিকান সামরিক সমাধিক্ষেত্রে যান।

অষ্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে সোমবার ভোরে এক ব্যক্তি ছোট একটি হাতুড়ি দিয়ে ভাংচুর করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঐ ঘটনাটি ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ বলেই মনে করা হচ্ছে।