আইসল্যান্ডে লাভা প্রবাহ রাস্তা গ্রাস করে উপকূলীয় শহরের দিকে বয়ে যাচ্ছে

Your browser doesn’t support HTML5

আইসল্যান্ডের একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে লাভা প্রবাহ উপকূলীয় শহর গ্রিন্ডাভিক এবং জনপ্রিয় ব্লু লেগুন জিওথার্মাল স্পা-এর দিকে যাওয়ার রাস্তাকে ঘিরে ফেলে। ৯ জুন, ২০২৪।

কর্মকর্তারা এই রাস্তাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এই ভিডিওতে রেকজেনেস উপদ্বীপে তোলা ড্রোন ফুটেজে সেই অগ্রসরমান প্রবাহ দেখা যাচ্ছে।

গত ২৯ মে'তে ঘটা অগ্ন্যুৎপাতের পর থেকে আগ্নেয়গিরিটি স্থিতিশীল ছিল। ডিসেম্বরে ৮০০ বছর পর আগ্নেয়গিরির পুনর্জাগরণ হওয়ার পর এটি ছিল পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী অগ্ন্যুৎপাত।

উত্তর আটলান্টিকের একটি সক্রিয় আগ্নেয়গিরির বেল্টের উপর অবস্থানের কারণে আইসল্যান্ড নিয়মিত অগ্ন্যুৎপাতের মোকাবেলায় অভিজ্ঞ।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বিপর্যয়কর ছিল ২০১০ সালের আইয়াফালাইওকুল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, যা বায়ুমণ্ডলে ছাইয়ের বিশাল মেঘ ছড়িয়ে দেওয়ার ফলে ইউরোপ জুড়ে বিমান চলাচল বন্ধ করে দিতে হয়েছিল।