টি২০ ক্রিকেট বিশ্বকাপঃ চমক লাগানো খেলায় বাংলাদেশ আর আফগানিস্তানের জয়

বিজয়ের মুহূর্তঃ বাংলাদেশি ব্যাটার মাহমুদউল্লাহ (ডানে) এবং তানজিম হাসান জয়সূচক রানের জন্য দৌড়াচ্ছেন। ফটোঃ ৭ জুন, ২০২৪।

আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপের দুটি ম্যাচে শুক্রবার (৭ জুন) বাংলাদেশ ও আফগানিস্তান তাদের তুলনামূলক বেশি শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে এই টুর্নামেন্টে অপ্রত্যাশিত ফলাফলের ধারা বজায় রেখেছে।

দিনের শুরুতে গায়ানা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তান ৮৪ রানের বিশাল ব্যবধানে নিউ জিল্যান্ডকে পরাজিত করে। রাতে যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রী লঙ্কার বিরুদ্ধে ২ উইকেটে জয়লাভ করে, যেটা টি২০ বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত টাইগারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়।

বাংলাদেশ টসে জিতে শ্রী লঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শ্রী লঙ্কার শুরুটা ভাল হলেও, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের অসাধারণ বোলিং-এর মুখে তাদের ইনিংস ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে শেষ হয়।

উদ্বোধনী ব্যাটার পাথুম নিসাঙ্কার ৪৭ এর পরে আর কেউ তেমন সুবিধা করতে পারেনি। মুস্তাফিজ ১৭ রানে ৩টি এবং রিশাদ হোসেন ২২ রানে ৩টি উইকেট পান।

এই টার্গেট – ২০ ওভারে ১২৫ রান - বাংলাদেশের জন্য খুব বেশি কঠিন হবার কথা ছিল না। কিন্তু ব্যাটিং-এর শুরুতে বাংলাদেশ বিপর্যয়ের মুখে পরে এবং ৬ ওভার শেষ হবার আগেই ২৮ রানে ৩ উইকেট হারায়।

তবে তৌহিদ হৃদয়ের মারমুখী ২০ বলে ৪০ এবং লিটন দাসের ৩৬ দলকে খেলায় ফিরিয়ে আনে। শেষের দিকে দ্রুত তিনটি উইকেট পড়লেও, মাহমুদউল্লাহ মাথা ঠাণ্ডা রেখে এক ওভার বাকি থাকতে দলকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রাহমানউল্লাহ গুরবাজের ব্যাটিং-এর একটি মুহূর্ত। ফটোঃ ৭ জুন, ২০২৪।

রাশিদ খানের জয়

দিনের আগে গায়ানায় আফগানিস্তান টি২০ ক্রিকেটে প্রথমবারের মত নিউ জিল্যান্ডকে হারিয়ে গ্রুপ সি’র শীর্ষ স্থান দখল করে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ১৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামার পর নিউ জিল্যান্ডের ব্যাটিং ধসে পড়ে এবং তারা ১৫.২ ওভারে মাত্র ৭৫ রানে সবাই আউট হয়ে যায়।

নিউ জিল্যান্ড টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে তাদের উদ্বোধনী জুটি ১৫ ওভারের মধ্যে ১০৩ রানের পার্টনারশিপ গড়ে তোলে।

রাহমানউল্লাহ গুরবাজ ৫৬ বলে ৮০ রান হাঁকান এবং ইব্রাহিম যারদান করেন ৪৪ রান। প্রথম উইকেট জুটির রানের উত্তর ভিত্তি করে আফগানিস্তান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে।

আফগানিস্তানের বাঁ-হাতি পেস বোলার ফাজালহাক ফারুকি, যিনি তাদের প্রথম ম্যাচে উগান্ডার বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন, নিউ জিল্যান্ডের প্রথম ৩টি উইকেট দখল করেন। ফারুকি ম্যাচ শেষে ১৭ রানে ৪ উইকেট পান।

আফগান অধিনায়ক এবং লেগ-স্পিনার রাশিদ খান তাঁর প্রথম বলেই নিউ জিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের মূল্যবান উইকেট তুলে নেন। ফারুকির মত খানও ১৭ রানে ৪টি উইকেট দখল করেন।

“আমরা এই মুহূর্তের জন্য তিন বছর অপেক্ষা করেছি,” বলেন ম্যান অফ দ্য ম্যাচ গুরবাজ। “নিউ জিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে এটা করা – এটা সত্যি অবিশ্বাস্য।”

তিন বছর আগে ২০২১ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালিস্ট নিউ জিল্যান্ড-এর পরের ম্যাচ বুধবার, ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।