প্যারিস অলিম্পিকস ২০২৪ঃ ফ্রান্সের রাজধানিতে গেমসের সময় সন্ত্রাসী হামলার হুঁশিয়ারি 

প্যারিসে আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের সময় সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে। ফাইল ফটো।

প্যারিসে আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ব্যাহত করার লক্ষ্যে সম্ভাব্য হামলার বিষয়ে নতুন হুঁশিয়ারি দেয়া হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে ফরাসি কর্মকর্তাদের দ্বারা ব্যর্থ হওয়া সন্ত্রাসী ষড়যন্ত্রের মতো আরও সন্ত্রাসী ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সাইবার নিরাপত্তা কোম্পানি রেকর্ডেড ফিউচার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার হামলার সর্বোচ্চ সম্ভাবনা থাকা সত্ত্বেও প্যারিস গেমসের সবচেয়ে বড় ঝুঁকি সাইবারস্পেসের পরিবর্তে শারীরিক হুমকি থেকে আসবে।

রেকর্ডেড ফিউচারের ইনসিক্ট গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, “আমাদের মূল্যায়ন হলো, সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা, নাগরিক অস্থিরতা এবং বিশৃঙ্খল বিক্ষোভসহ শারীরিক নিরাপত্তা হুমকিগুলো ক্ষতি ও বিঘ্নের সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছে।”

এপ্রিলের শেষের দিকে ফ্রান্সের সন্ত্রাসবিরোধী বাহিনী মারিগনিয়ার শহর থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে। ওই কিশোর সামাজিক মাধ্যমে ঘোষণা করেছিল, সে একটি বিস্ফোরক বেল্ট তৈরির এবং অলিম্পিক ভেন্যুতে আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে মারা যাওয়ার পরিকল্পনা করছে।

ইসলামিক স্টেট

গত সপ্তাহে সেন্ট এতিয়েনের জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়ামে আইএসের নামে হামলার পরিকল্পনার অভিযোগে ১৮ বছর বয়সী এক তরুণকে ফরাসি নিরাপত্তা কর্মকর্তারা গ্রেপ্তার করে।

ইনসিক্ট গ্রুপ সতর্ক করে দিয়ে বলেছে, “আইএস তাদের সমর্থকদের ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে ধারাবাহিক সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি করার আহ্বান জানাচ্ছে। এর মধ্যে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসের প্রধান ভেন্যু স্তাদ দে ফ্রান্সে আত্মঘাতী বোমা হামলাও অন্তর্ভুক্ত রয়েছে।

আসন্ন অলিম্পিকের বিরুদ্ধে বড় ধরনের কোনো ষড়যন্ত্রের বিশ্বাসযোগ্য প্রমাণ এখন পর্যন্ত না থাকলেও, সন্ত্রাসী গোষ্ঠীটি পশ্চিম ইউরোপ জুড়ে ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের সংযোগ ব্যবহার করে হামলা চালানোর জন্য সমর্থকদের উস্কে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও সতর্ক করে দিয়ে বলেন, জানুয়ারিতে ইরানের কেরমানে এবং মার্চে মস্কোর একটি কনসার্ট হলে প্রাণঘাতী হামলার পর আইএস-খোরাসান বা আইএসআইএস-কে নামে পরিচিত আইএস গোষ্ঠীর আফগান শাখার কার্যক্রম গতি পাচ্ছে।